সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান

প্রকাশ :

সংশোধিত :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে এবং অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার অভাব রয়েছে।

বুধবার (৩০ জুলাই) আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে আয়োজিত ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী অপশক্তি রাজনীতিতে ফিরে আসতে ওৎ পেতে আছে, আর সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্র হুমকিতে পড়তে পারে।

তিনি আরও বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বিএনপি রাজনীতি করতে চায়।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, কিন্তু এখনও অনেক হতাহত পরিবার রাষ্ট্রীয় সহায়তা পায়নি।

সর্বশেষ খবর